চলতি বছর  ঈদুল আযহায় সিলেটে খামিরর কাছে প্রায় ২লাখ কোরবানিযোগ্য পশু মজুত রয়েছে

আবুল কাশেম রুমন,সিলেটে:  

চলতি বছর সিলেটে ঈদুল আযহায় কোরবানির পশুর সংকট দেখা দিবেন না জানা গেছে। সিলেট জুড়ে খামিরর কাছে প্রায় ২লাখ কোরবানিযোগ্য পশু মজুত রয়েছে। এবার সিলেটে ১২ হাজার ৯৭২ জন খামারির কাছে ১ লাখ ৭৭ হাজার ৮০৫টি কোরবানিযোগ্য পশু রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৮ হাজার ৭৯৩টি, মৌলভীবাজার জেলায় ৩২ হাজার ৫২৯টি, হবিগঞ্জে ৩৭ হাজার ৬২৮টি এবং সুনামগঞ্জে ৪৮ হাজার ৮৫৫টি। এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী।
সিলেট প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট জেলায়: ষাঁড় ২৩ হাজার ৯২৬ টি, বলদ ১৬ হাজার ৭৩৫টি, গাভী ২ হাজার ৪৬৯টি, মহিষ ১ হাজার ১০টি, ছাগল ১১ হাজার ৭৪০টি, ভেড়া ২ হাজার ৭৪৮টি এবং অন্যান্য ১৬৫টি কোরবানিযোগ্য পশু রয়েছে।
হবিগঞ্জ জেলায়:  কোরবানিযোগ্য পশুর মধ্যে ষাঁড় ১৭ হাজার ২৬৩টি, বলদ ৫ হাজার ১৮টি, গাভী ৪ হাজার ৪৮৭টি, মহিষ ১১৮টি, ছাগল ৮ হাজার ৮৪৮টি এবং ভেড়া ৩ হাজার ৮৯৪টি রয়েছে। আর সুনামগঞ্জে ষাঁড় ২৫ হাজার ৯৫৬টি, বলদ ৬ হাজার ৪৯০টি, গাভী ৫ হাজার ৮৩৯টি, মহিষ ৬৬৬টি, ছাগল ৫ হাজার ৭৬৮টি, ভেড়া ৪ হাজার ১৩৬টি মিলিয়ে ৪৮ হাজার ৮৫৫টি কোরবানিযোগ্য পশু রয়েছে।
মৌলভীবাজারে:  ষাঁড় ১৬ হাজার ৭৮১টি, বলদ ২ হাজার ৮০৯টি, গাভী ২ হাজার ৮১টি, মহিষ ৮৩০টি, ছাগল ৯ হাজার ২৪৪টি এবং ৭৮৪টি ভেড়া মিলিয়ে ৩২ হাজার ৫২৯টি কোরবানিযোগ্য পশু রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন