জিবিনিউজ24ডেস্ক//
নিউজিল্যান্ডে একশ দুইদিন পর প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত আগস্টে অকল্যান্ডে যেখানে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়, মারা যাওয়া ব্যক্তি ওই এলাকার। শুক্রবার মিডেলমোর হাসপাতালে ৫০ বছর বয়সী কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তি মারা গেছেন।
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্রটিতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত নিউজিল্যান্ডে করোনা প্রতিরোধে নেওয়া সব ধরনের বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।
উল্লেখ্য, গত ২৪ মে কোভিড-১৯ রোগে দেশটিতে সবশেষ কোনো রোগীর মৃত্যু হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন