মৌলভীবাজার প্রতিনিধি ।।
মৌলভীবাজারে সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানের সাথে শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে করোনাভাইরাস স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন সদর উপজেলায় দায়িত্বে থাকাকালীন আগামী দিনগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন ও নানা অনুষ্ঠান আয়োজনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা চাই। একই সাথে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সদর উপজেলার উন্নয়ন আরো এগিয়ে নিতে তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এর আগে ফুলের তোরা দিয়ে সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ করে নেন । এতে উপস্থিত ছিলেন- শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোফাদ আহমেদ, কোষাধ্যক্ষ হাফেজ জুবায়ের আহমেদ, প্রচার সম্পাদক রিপন মিয়া,সহ প্রচার সম্পাদক কয়েছ মিয়া প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন