৯৯৯ কল পেয়ে অভিযান - রাজনগরে পাইপগান, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ যুবক গ্রেফতার

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি ||

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউপিস্থ মিয়ারকান্দি এলাকায় থেকে জরুরী সেবা-৯৯৯ মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে পাইপগান, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ যুবক গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। 

পুলিশের পক্ষ থেকে জানা যায়, রাজনগরের ৩নং মুন্সিবাজার ইউপিস্থ মিয়ারকান্দি সাকিনের মোঃ শাহজাহান মিয়া ও তাহার স্ত্রী জেনি আক্তার এর মধ্যে পারিবারিক কলহের  সংবাদ পেয়ে  অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নির্দেশে অদ্য ২২/০৬/২০২১ইং তারিখ এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানার সাধারণ ডায়রী নং-১০৪৭, তারিখ-২২/০৬/২০২১ইং মূলে রাজনগর থানা এলাকায় জরুরী সেবা-৯৯৯ মাধ্যমে অভিযান পরিচালনা করেন। 

বিষয়টি অনুসন্ধানকালে মোঃ শাহজাহান মিয়ার বসত ঘরের শেষ কক্ষের ফ্লোরের নিচে  ডাকা স্থানে লুকিয়ে রাখা একটি কাপরের শপিং ব্যাগের ভিতরে থাকা ১ একটি দেশীয় তৈরি পুরাতন পাইপগান , ১টি দেশীয় তৈরী সক্রিয় ওয়ান শুটার এলজি (পাইপগান), একটি কাঠের হাতল বিশিষ্ট রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার পূর্বক আসামী মোঃ শাহজাহান মিয়া উক্ত আলামত এর বিষয়ে জিজ্ঞাসাবাদে বর্ণিত আলামত অবৈধভাবে মজুদ রেখেছে মর্মে স্বীকার করে এবং  গ্রেফতার করা হয়েছে। 

উক্ত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন