পৌর মেয়র ও কাউন্সিলর বৃন্দের সার্বিক  সহযোগিতায় তাকরীম ফাউন্ডেশন এর মাস্ক বিতরণ

এনামুল হক আলম

মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃফজলুর রহমান এর সার্বিক সহযোগিতায় ও উপস্থিতিতে এবং কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্টিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর উদ্দ্যোগে ও আয়োজনে মাস্ক বিতরণ,(মঙ্গলবার ২২জুন) দুপুর ২টা থেকে  মাস্ক বিতরণ কার্যক্রম  শুরু করেন। এসময় উনার সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ নাহিদ হোসেন,প্যানেল মেয়র -১, আসাদ হোসেন মককু কাউন্সিলর ২নং ওয়ার্ড,সৈয়দ সেলিম হক,কাউন্সিলর ৮নং  ওয়ার্ড,সালেহ আহমদ পাপ্পু, কাউন্সিলর ৪নং ওয়ার্ড। তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার টিম প্রধান,সাইফুল ইসলাম সরকার, সহকারী টিম প্রধান,এস, এম গোলাম কিবরিয়া,
টিম সমন্বয়কারী,সুমন আহমদ,
সিনিয়র সদস্য,রেজাউল ইসলাম সালাম, মোঃ সাকের আহমদ খাঁন,
মোঃ মখলিছুর রহমান,
আলমগীর আহমদ,বদরুল আহমদ,
মোঃ জসিম উদ্দিন,সুমন আলী,তোফায়েল আহমদ,
মোঃজমির হোসেন সামীর ও সামসুদ্দীন। 
 উক্ত মাস্ক বিতরণে পৌর মেয়র আলহাজ্ব মোঃফজলুর রহমান বলেন সবাই যার যার অবস্থানে সাস্থবিধি মেনে চলে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান এবং তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সদস্যগনের মানবিক কাজে করোনা মহামারীর ১ম ধাপে ও ২য় ধাপে মানবতার কল্যাণে মানবতার সেবায় নিয়োজিত থাকার জন্য ধন্যবাদ জানান। তাকরীম ফাউন্ডেশন এর সদস্যগন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ও কাউন্সিলর বৃন্দ গনকে ধন্যবাদ জানান মহতী এ কাজে উপস্থিত থেকে মাস্ক বিতরনে সার্বিক সহযোগিতা করার জন্য এবং বিগত দিনে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করার জন্য।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন