প্রসঙ্গ মৌলভীবাজার মেডিক্যাল কলেজ।"

জিবি নিউজ ডেস্ক ।।

মৌলভীবাজার মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উপযুক্ত স্থান কমলগঞ্জ শ্রীমঙ্গল সংসদীয় একাকার বালিশিরা পাহাড়ের পাদদেশ সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক অধিগ্রহণকৃত তিনশতাধিক ভূমি উপর  প্রতিষ্ঠিত (HEED) Health education and economic development প্রজেক্ট এর অব্যবহৃত বিশাল ভূমি এবং অনান্য স্থাপনার উপর যা বেশির ভাগ সময়ে প্রায় অব্যবহৃত থাকে তার উপর হতে পারে, গত বাজেট অধিবেশনে অত্র সংসদীয় একাকার মাননীয় সাংসদ জনাব উপাধ্যক্ষ ডঃ আব্দুস শহীদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদকে এই ব্যাপারে অবহিত করেন যা মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং উনার নোটবুকে লিপিবদ্ধ করেন এতে মন্ত্রণালয় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা থেকে বহুলাংশে বেঁচে যাবে উক্ত প্রজেক্ট বাস্তবায়নে সরকারের মহামুল্যবান আর্থের সিংহভাগ সাশ্রায়ও হয়ে যাবে। কমলগঞ্জ উপজেলা বৈশিষ্ট্যে বাংলাদেশের অনান্য উপজেলা থেকে একটু সাতন্ত্র এই উপজেলায় একটি বিমানবন্দর প্রতিষ্ঠত আছে যা বর্তমানে বিমানবাহিনীর ট্রেইনিং বেইস হিসাবে প্রতিষ্ঠিত অদূর ভবিষতে হয়তো এটি সরকার ডমেস্টিক ফ্লাইটের জন্য খুলে দিতে পারেন। রেল সড়ক এমনি কি নদীপথেও কমলগঞ্জে যোগাযোগ দেশের অনান্য স্থানের সাথে উল্লেখ করার মত, এই সংসদীয় একাকায় পাঁচ তারকা সুবিধাসম্মত আবাসিক হোটেল সহ অনান্য প্রাকৃতিক নৈসর্গিকতায় পরিপূর্ণ। হামহাম জলপ্রপাত, মাধপপুর লেইক, লউয়াছড়া জাতীয় উদ্যান বিশেষ ভাবে উল্লেখযোগ্য উপজেলাটি চায়ের বাগানের নয়নাভিরাম সৌন্দর্যে প্রচুর্যমন্ডিত। এখানে যাঁরা শিক্ষকতা করতে আসবেন বা পড়তে আসবেন তাঁদের কখনওই মনে হবে না তাঁরা জনবিচ্ছিন্ন যা অনান্য অনেক প্রতিষ্টানের ক্ষেতে বাংলাদেশ নজির আছে। এই সংসদীয় একাকাই দুই দুইটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান আছে যেখানে শিক্ষক কর্মকর্তাদের সন্তান নির্বিগ্ন উন্নতমানের শিক্ষা নিতে পারবেন প্রতিষ্টান দুটি যথাক্রমে বি এ এফ শাহীন কলেজ যা বিমানবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ও বিটিআরআই হাইস্কুল যা তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট। বিষয়টি আমাদের সংসদীয় একাকার মাননীয় সাংসদ প্রবীণ জনপ্রিয় জননেতা জনাব উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ সাহেবের যৌক্তিক স্বপ্ন অতএব আমরা মৌলভীবাজারবাসী তথা কমলগঞ্জ শ্রীমঙ্গল সাংসদীয় এলাকাবাসি সমস্তগণ মানুষের দাবি। আমরা কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এই যৌক্তিক গণদাবী সপক্ষে জনমতসৃষ্টি সহ মৌলভীবাজার মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য সমস্ত প্রসংঙ্গিক কাজে মাননীয় সাংসদ জনাব উপাধ্যক্ষ ডঃ আব্দুস শহীদ সাহেবের সাথে একযোগে কাজ করে যাওযার প্রত্যয় ব্যক্ত করছি।
শুভেচ্ছা ভালোবাসা সবার প্রতি।
মোহাম্মদ ইকবাল 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন