জিবিনিউজ 24 ডেস্ক //
করোনা মহামারির কারনে স্থবির হয়ে পড়া ব্রিটিশ ট্রাভেল ইন্ডাস্ট্রির শত শত কর্মী ভ্রমনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলের দাবীতে নজির বিহীন প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার ব্রিটেনের বিভিন্ন জায়গা এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তারা বলছেন এয়ারলাইন্স এবং ট্র্যাভেল সংস্থাগুলি ভ্রমনের বর্তমান সীমাবদ্ধতার কারনে বিপর্যয়ের মধ্যে পড়েছে।
ব্রিটেন মাত্র ১১টি দেশকে সুবজ তালিকায় রেখেছে। এই সকল দেশে গেলে কিংবা আসলে কোয়ারেন্টিন নিয়মের প্রয়োজন হয় না। আগামী ২৪ জুন বৃহস্পতিবার হয়ত এই তালিকা বৃদ্ধি করা হতে পারে।
ব্রিটিশ জনগন যেসকল দেশে সাধারণত ভ্রমন করেন সেই সকল দেশ যেমন স্পেন, গ্রীস, ইতালিসহ বেশিরভাগ ইউরোপের দেশকে অ্যাম্বার তালিকায় রাখা হয়েছে। ফলে অ্যাম্বার তালিকার দেশ থেকে ব্রিটেনে ফিরলে যাত্রীদের ১০দিন হোম কোয়ারিন্টি বাধ্যতামূলক মানতে হচ্ছে।
আর লাল তালিকার প্রায় ৫০টি দেশে ভ্রমন নিষেজ্ঞা জারি করা হয়েছে। কোন ব্রিটিশ নাগরিক সেখান থেকে ফিরলে তাকে বাধ্যতামূলক ১০ দিন হোটেল কোয়ারিন্টি মানতে হচ্ছে।
ভ্রমন নিষেজ্ঞার কারনে ব্রিটেনে এয়ারলাইন্স ও ট্র্যাভেল সংস্থাগুলি বিশাল ক্ষতির সম্মুখিন হয়েছেন। ইতিমধ্যে চাকুরি হারিয়েছেন শত শত কর্মচারী।
বুধবার কেবিন ক্রু, পাইলট, ট্রাভেল এজেন্ট, বিমানবন্দ কর্মচারী এই শিল্পের সাথে জড়িতরা এই প্রতিবাদে যোগদেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন