জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৮৩৩ জন: নতুন শনাক্ত ৩৯ জন

এস এম ফজলুঃ

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪২ শতাংশ। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ৩৯ জনের। তবে শনাক্তরা কোন উপজেলার তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায় নি। নতুন শনাক্ত ৩৯ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৩ জনে। এছাড়া জেলায় করোনাকে জয় করেছেন ২ হাজার ৫৫৯ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩৩ জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৌলভীবাজারসহ ১৫ টি জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে। গত ১৪ থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে তারা। শুধু তাই নয় করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে রয়েছে ৪০ টি। ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, সব বিভাগেই সাপ্তাহিক সংক্রমণের হার বেড়েছে। উল্লেখ্য, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮১ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৬ হাজার ৫৮ জনকে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন