জিবিনিউজ 24 ডেস্ক //
স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কসবার শিবিরে হাম বা বিসিজির টিকা নিতে গিয়েছিলেন মিমি।
বৃহস্পতিবার (২৪ জুন) অভিনেত্রী জানতে পারেন, করোনার টিকা তো দূরে থাক, পানির মধ্যে পাউডার মিশিয়ে ইনজেকশন দেওয়া হয়েছে।
মিমি চক্রবর্তী বলেন, বিষয়টি জানতে পেরে আমি চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটি পানি গুলে দেওয়া হয়েছে। পেট ও মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। জলে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সে রকম ক্ষতি করবে না বলে জানালেন চিকিৎসক।
আপাতত মিমি সুস্থ আছেন। কিন্তু তার গলায় আশঙ্কা স্পষ্ট। কলকাতা শহরের বুকে তার সঙ্গে এমন ভয়ানক কাণ্ড ঘটতে পারে, তিনি ভাবতেও পারেননি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন