জিবিনিউজ 24 ডেস্ক //
কয়েকদিন আগে আফগানিস্তানে ভারতের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কুরেশির সেই মন্তব্যের কড়া জবাব দিলো ভারত।
এদিন সচিব অরিন্দম বাগচি এই বিষয়ে বলেন, আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের স্বাধীনতা আছে যে তারা তাদের বন্ধুকে বেছে নেবে এবং কাদের সাথে কতোটা বন্ধুত্ব দৃঢ় কবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও রয়েছে আফগানিস্তানের। আমরা আফগানিস্তানে বিদ্যুৎ, বাঁধ, স্কুল, স্বাস্থ্য ক্লিনিক, রাস্তা তৈরি করেছি। আর আফগানিস্তানের জন্যে পাকিস্তান কী করেছে, তা গোটা বিশ্ব জানে।
পাশাপাশি পাকিস্তানকে আফগানিস্তান-ভারতের বন্ধুত্ব নিয়ে মাথা না ঘামিয়ে সন্ত্রাসবাদ কমানোর পরামর্শ দেয় নয়াদিল্লি। এদিকে কাশ্মর নিয়ে করা ইমরান খানের মন্তব্যের জবাবে ভারতের তরফে বলা হয়েছে, এটা পুরোপুরি ভরতের অভ্যন্তরীণ বিষয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে আফগানিস্তানের সংবাদ সংস্থা টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারত নিয়ে বিষোদগার করতে শোনা যায় কুরেশিকে।
তিনি বলেন, তালেবানের জন্যে আফগানিস্তানে হিংসা ছড়াচ্ছে, এই কথা বললে তা বাড়িয়ে বলা হবে। আমি এটা কেন বলছি? কারণ এই পুরো বিষয়টার নেপথ্যে আরো গোষ্ঠী রয়েছে যাঁরা ঝামেলা তৈরি করছে এখানে।
কুরেশি বলেন, স্বতন্ত্র দেশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, তারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। ভারত আফগানিস্তানে এসে পরিকাঠামোগত উন্নয়নের কাজ করে। সব ভালো। আমাদের কোনো আপত্তি নেই। তবে মাঝে মাঝে মনে হয়, ভারতের উপস্থিতি এখানে একটু বেশি। দুই দেশ তো কোনো সীমান্ত ভাগাভাগি করে না।
কুরেশির এই মন্তব্যের পর তাকে কড়া জবাব দিলে নয়াদিল্লি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন