শেষ হলো বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১

 জিবিনিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁও স্কাইভিউ রেস্টুরেন্টে এই অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনটি অনলাইনে লাইভের মাধ্যমে সম্প্রচারিত হয়।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ীদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানি সারওয়ার রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আরিফুজ্জামান, সওদাগার ডট কম’র প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী, রিয়েল ক্যাপিটা গ্রুপের চেয়ারম্যান মান্জুর আহমেদ সোহান, নাহিদ হাসান, ফারাহ মাহমুদ ট্রিনা, ডা: তানজিবা রহমান নাফিসা আন্জুম খান, কাজী হাসান রবিন প্রমুখ।

 

অনুষ্ঠানে জানানো হয়, গত জুন মাসে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০৮ টি আবেদন নেওয়া হয়। এর ভেতর ১৪২ জনকে প্রাথমিক নোমিনেশন দেওয়ার মাধ্যমে মোট ১৫ জনকে ৭টি ক্যাটাগরীতে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আকবর আশা জানান, তাদের আয়োজনের মূল বিষয় থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করে সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডকে বিশ্ব্যব্যাপী তুলে ধরা ও বিশেষ সম্মাননা প্রদান করা যার মাধ্যমে যুব সমাজ যেন সামাজিক উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন