মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||
সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় জড়িতদের মুক্তিপণ না দিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান ক্রিস রে। তিনি আশঙ্কা করছেন, এতে ভবিষ্যতে সাইবার হামলার পরিমাণ আরো বাড়বে।
সম্প্রতি সিনেটের নীতিনির্ধারকদের একটি প্যানেলের কাছে সাক্ষ্য প্রদানের সময় রে বলেন, স্বাভাবিকভাবে আমরা এসব মুক্তিপণ প্রদানের বিষয়কে নিরুৎসাহিত করতে চাই। কেননা এগুলো পুনরায় হামলার সম্ভাবনা বাড়ায়। সেই সঙ্গে মুক্তিপণ দিলেই যে আপনি চুরি হওয়া সব তথ্য ফেরত পাবেন তার কোনো নিশ্চয়তা নেই।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, কলোনিয়াল পাইপলাইনের হামলায় হ্যাকারদের যে মুক্তিপণ দেয়া হয়েছিল, সেখান থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ২৩ লাখ ডলার ফিরে পেতে সাহায্য করেছে। ওই হামলার ফলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের গ্যাস স্টেশনগুলোয় সংকট তৈরি হয়েছিল।
এফবিআই এ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তাদের কাছে এমন একটি গোপন কোড ছিল যার মাধ্যমে মুক্তিপণের অধিকাংশ টাকাসংবলিত একটি বিটকয়েন ওয়ালেট আনলক করা সম্ভব হয়েছিল। তবে এফবিআই কীভাবে এ কোড সংগ্রহ করেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি।
এফবিআই কয়েক বছর ধরে র্যানসমওয়্যার হামলার সংখ্যা বাড়তে দেখছে। সেই সঙ্গে হামলাকারীরাও আক্রান্ত প্রতিষ্ঠানের কাছে বিপুল অংকের মুক্তিপণ দাবি করে আসছে। গত বছর বা তার আগে মুক্তিপণ হিসেবে যে অর্থ দেয়া হয়েছিল চলতি বছর তার পরিমাণ তিন গুণ বেশি বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি র্যানসমওয়্যার হামলা শিকার হন, তবে তাত্ক্ষণিকভাবে এর সমাধানে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা উচিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন