বঙ্গবন্ধু বাংলার আকাশে জ্বলন্ত সূর্য ! সূর্যকে কখনো ঢাকা যায় না । অশুভ কালো মেঘ হয়তো সাময়িকভাবে সুর্যকে ঢেকে দিতে পারে !
যেমন ,বাংলার জ্বলন্ত সূর্যকে ১৯৭৫ সালে অশুভ কালো মেঘ ঢেকে দিয়েছিলো –সেই সামরিক দুঃশাসনের অন্ধকার যুগে , অন্ধকার বাংলায় আলোকবর্তিকা হিসাবে ১৭ই মে ১৯৮১ সালে ,আমাদের মহান নেত্রী বাংলাদেশে এসেছিলেন ।
আজকে , বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে , সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সমন্বয় কমিটির পক্ষ থেকে মহান নেত্রীকে ঘোষণা করছি ,- “ তিনি সূর্য কন্যা !”
জাতির পিতা বঙ্গবন্ধু বাংলার মুক্ত আকাশে জ্বলন্ত সূর্য ! - তারই কন্যা শেখ হাসিনা ! “ সুর্যকন্যা শেখ হাসিনা ।“
গতকাল , ২৪শে জুন ২০২১ , বৃহস্পতিবার , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের (সমন্বয় কমিটি ) সিনিয়র সহ. সভাপতি কে এম লোকমান হোসেন এর সভাপতিত্বে ও ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লার সঞ্চালনায় , বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে , ইউরোপের বিভিন্ন দেশের সভাপতি/সাধারন সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিতিতে জার্মান আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহাবউদ্দিন মোহাম্মদ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে “ সুর্যকন্যা শেখ হাসিনা ।“ উপাধিতে ভূষিত করেন ।
এসময় মুহুরমুহ করতালির মধ্যদিয়ে যুক্ত হওয়া নেতৃবৃন্দরা তার প্রস্তাবকে স্বাগত জানান ।
সভায় বক্তারা বলেন , সংগ্রাম ঐতিহ্য গৌরবে ৭২ বছরে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা গণমানুষের পাশে থেকে সকল ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বপ্নের সোনারবাংলা গঠনে কাজ করছে । বঙ্গবন্ধু , আওয়ামীলীগ ও বাংলাদেশ এক অভিন্ন ইতিহাস । মানুষের অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম । বক্তারা , জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা সুর্যকন্যা শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে বলেন, কোন গুজব –অপপ্রচারে বিভ্রান্ত হবেন না । যেই দেশে একজন শেখ হাসিনা আছেন , যিনি দেশের মানুষকে নিজের পরিবার মনে করেন ।
সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ সভাপতি, প্রবীন নেতা প্রফেসর আবুল হাসেম ; বিশেষ অতিথি হিসাবে যুক্ত ছিলেন, জার্মান আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া ,কবি ও কথা সাহিত্যিক জুবাইদা গুলশান আরা হেনা ও ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সুনাম উদ্দিন খালেক ।
স্বাগত বক্তব্য রাখেন , সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকী ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন , বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বুলু , সাধারন সম্পাদক মনির হোসেন পলিন ; ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির , সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন , সহ. সভাপতি পলাশ কামালী । অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফরহাদ , সিনিয়র সহসভাপতি মজনু আজাদ , সহ সভাপতি হাসান মাহমুদ, সাধারন সম্পাদক রানা বখতিয়ার ; জার্মান আওয়ামীলীগের সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম ,যুগ্ম আহবায়ক খালেদ নজরুল ইসলাম , জার্মান আওয়ামীলীগ নেতা সেলিম ভুইয়া : ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নুরুল আবেদীন , উপদেষ্টা তাসলিম হেলাল , যুগ্ম সাধারন সম্পাদক হাসান সিরাজ , ফ্রান্স মুক্তিযোদ্ধা লীগের সাধারন সম্পাদক ,সাংবাদিক আজিজুর রহমান : সুইডেন আওয়ামীলীগের সহ. সভাপতি জুলফিকার হায়দার ; স্পেন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন আতা , সাবেক সভাপতি শাকিল খান পান্না , যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুর রহমান : ইতালী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন : আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি খোন্দকার মোনায়েম রানা , সাংগঠনিক সম্পাদক রফিক খান , ডাবলিন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন , সাধারন সম্পাদক অলক সরকার ;সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন হায়দার ; সৌদি আরব মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আলমগীর হোসেন ও ডেনমার্ক আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ , সহ সভাপতি মোঃ শহীদ , সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সামি দাস , মোঃ রেজাউল করিম রাজু প্রমুখ নেতৃবৃন্দ ।
সভায় সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন, অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফরহাদ ,ফারজানা ফরহাদ , কবি জুবাইদা গুলশান আরা হেনা , হাফিজুর রহমান আলম ও ফ্রান্স স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি লুবনা ইয়াসমিন চৌধুরী ।
সভাটি সমন্বয় করেন, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বুলু , ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির , ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন