মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, লে. ক. (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে দেশমাতৃকার তার বীর সন্তানকে হারালো।
তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে আবু ওসমান চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। অপারেশন সার্চলাইট-এর সংবাদ পেয়ে ২৬ মার্চ সকালে বেলা ১১টায় তিনি চুয়াডাঙার ঘাঁটিতে পৌঁছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও লাল সবুজের পতাকা প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন