যশোর ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত

gbn

ইয়ানূর রহমান :

যশোরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রাম মহানগর
বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদকসহ চারজন নিহত হয়েছেন।

যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার ধোপখোলা এলাকায় দুপুর ১টার দিকে এ
দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি
রাছাম চৌধুরী সাদমান, মো. সৈয়দ, নাঈম ও জনি। আহত হয়েছেন মো. সাহাবুদ্দীন।
তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাদমানের বাবা ইকবাল চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক
সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

তিনি  জানান, শনিবার রাতে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে পাঁচজন যশোরের
উদ্দেশ্যে রওনা দেয়। কোরবানির ঈদকে সামনে রেখে গরু কেনার জন্যই তারা
যশোর গিয়েছিল। নিহতরা যশোরের সাতমাইলের হাটে গরু কিনতে এসেছিলেন বলে
তাদের পূর্ব পরিচিত স্থানীয় আবদুল গাফফার জানান।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল
ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন