ইংল্যান্ডের বাকিংহামশায়ার বিকন্সফিল্ড কাউিন্সেলে নব নির্বাচিত প্রথম বাংলাদেশী কাউন্সিলার মোহাম্মদ খালেদ মিল্লাতকে সংবর্ধণা দিয়েছে উইকম্ব বাংলাদেশী কমিউনিটি

gbn

ইংল্যান্ডের বাকিংহামশায়ার বিকন্সফিল্ড কাউিন্সেলে নব নির্বাচিত প্রথম বাংলাদেশী কাউন্সিলার মোহাম্মদ খালেদ মিল্লাতকে সংবর্ধণা দিয়েছে উইকম্ব বাংলাদেশী কমিউনিটি।

রবিবার স্থানীয় অক্সফোর্ড কলেজ অব এডুকেশন এর হল রুমে আয়োজিত অনুষ্ঠান কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা করেন অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের মালিক জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বিকন্সফিল্ডের মেয়র এলিষ্টার পাইক। তিনি নব নির্বাচিত কাউন্সিলার খালেদ মিল্লাতকে শুভেচ্ছা জানান। এছাড়াও অনুষ্ঠানে ভিডিও বার্তায় খালেদ মিল্লাতকে শুভেচ্ছা জানান স্থানীয় এমপি জয় মরিসি। অনুষ্ঠানে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয় নব নির্বাচিত কাউন্সিলরকে। কাউন্সিলার খালেদ মিল্লাত সবাইকে ধন্যবাদ জানান। কমিউনিটির দীর্ঘ দিনের আশা একটি স্থায়ী মসজিদ নির্মানে কাউন্সিলের সাথে পরামর্শ করে এটি বাস্তবায়নের আশা প্রকাশ করেন নব নিবার্াচিত কাউন্সিলার। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ এর প্রধান কোষাধক্ষ সাইদুর রহমান বিপুল, এনটিভি অনুষ্ঠানের পরিচালক খালেদ পাটোয়ারী, ফজির, সোলায়মান, আব্দুল হান্নান, জাহিদ, হাবিব, রকেট, মাহবুবসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত কাউন্সিলারকে শুভেচ্ছা জানান।  এছাড়া কমিউনিটির নানা উন্নয়নে সবাই একত্রিত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন অনুষ্ঠানে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন