জিবিনিউজ 24 ডেস্ক //
সাত বছর ক্ষমতায় থাকার পর আস্থা ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী স্টেফান লফভেন। গত সপ্তাহে তিনি আস্থা ভোটে হেরে যান। নতুন-নির্মিত অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে বিতর্কিত একটি পরিকল্পার জন্য এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়। লফভেন পদত্যাগ করার পর এখন দেশটির পার্লামেন্টের স্পিকার নতুন প্রধানমন্ত্রী খোঁজার কাজ করবেন।
সুইডেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গত ২১ জুন আস্থা ভোটে হারেন লফভেন। বামপন্থী দল লফভেনের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়ার কারণেই মূলত তিনি হেরে যান। বামপন্থী দল দাবি করে যে, রেন্টাল মার্কেট থেকে নিয়ন্ত্রণ হারালে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এবং ধনী ও দরিদ্রের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি হবে।
সুইডেনের সংবিধান অনুযায়ী নতুন করে নির্বাচন দিতে পারতেন লফভেন। আশা করা হচ্ছে, নতুন সরকার গঠন না করা পর্যন্ত তিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন।
২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসা পার্লামেন্ট স্পিকার আন্দ্রেস নরলেন রাজনৈতিক দলের নেতাদের জিজ্ঞাসা করবেন যে, কে নতুন সরকার গঠন করতে পারবে? তিনি একাই সিদ্ধান্ত নেবেন যে কোন দল আলোচনা শুরু করবে।
ধারণা করা হচ্ছে, পদত্যাগ করা প্রধানমন্ত্রী লফভেনই প্রথমে এই আলোচনা শুরু করবেন। লফভেন হলেন সুইডেনের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে তার দলের রয়েছে ১০০টি। ২০১৮ সালে সুইডেনে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার লফভেনের সরকার গঠন করতে সময় লেগেছিল ৪ মাস।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন