মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটারসহ লক্ষাধিক টাকার উপহার প্রদান করেছে মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপহারের মধ্যে একটি ডেক্সটপ কম্পিউটার ফুল সেট, একটি ফাইল ক্যাবিনেট, পাঁচটি উন্নতমানের টেবিল ক্লথ ও ২৪ টি চেয়ার রয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এ জিনিসগুলো সাংবাদিকদের প্রয়োজন এজন্য দিয়েছি। যা দিয়েছি তা খুব সামান্য। আগামীতে প্রেসক্লাব ও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা করবো।
তিনি আরো বলেন, দেশে করোনা মহামারি চলছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এ জন্য সবাই সরকারের নিয়ম নীতিসহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন এই অনুরোধ করছি।
প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি এড. রাধা পদ দেব সজল, বাসস প্রতিনিধি সাদিক আহমদ, বাংলার দিন সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার দিনের সম্পাদক ও প্রকাশক বকশী ইকবাল আহমদ, সাংবাদিক সরোয়ার আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, মানবজমিন জেলা প্রতিনিধি মাসুদ আহমদ, ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি, প্রেসক্লাব সহ সভাপতি অশোক কুমার দাশ সহ অন্যান্য সংবাদকর্মী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন