ইসরায়েলের আকাশ থেকে ঝরছে গাঁজা!

  জিবিনিউজ 24 ডেস্ক //

ইসরায়েলের রাজধানী তেল আভিভে আকাশ থেকে ঝরেছে প্যাকেট প্যাকেট গাঁজা। বিষয়টি আপাতদৃষ্টিতে অস্বাভাবিক মনে হলেও ঘটনাটি ঘটেছে রাজধানীর রাবিন স্কয়ারে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়, আকাশ থেকে ড্রোনে করে ছোট ছোট প্যাকেটে করে গাঁজা ছড়িয়ে দেওয়া হয়। এই কর্মকান্ডের পেছনে ছিলো ‘দ্য গ্রিন ড্রোনস’ নামের একটি দল।

সম্পর্কিত খবর

ইসরায়েলে গাঁজাকে বৈধ ঘোষণা করার দাবি জানায় ওই দলটি। নিজেদের কর্মসূচির প্রচারের জন্যই এ ঘটনা ঘটিয়েছে তারা। প্যাকেটগুলোতে দুই গ্রাম করে গাঁজা ছিল। এভাবে প্রায় এক কেজি গাঁজা বিলি করা হয়েছে।

এদিকে রাস্তায় পড়ে থাকা গাঁজা কুড়িয়ে নিতে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তাদের ঠেকাতে হিমশিম খেয়ে যায় পুলিশ সদস্যরাও।

এদিকে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে দ্য গ্রিন ড্রোনস লিখেছে, ‘এটাই সময়। এটা পাখি? এটা বিমান? না, এটা গ্রিন ড্রোনস। আকাশ থেকে গাঁজা ছড়াচ্ছে। আশা করি, সবাই মুক্ত ভালবাসার স্বাদ পাবেন।’

শুধু তাই নয়। দলটি আরও ঘোষণা করেছে, ‘গাঁজার বৃষ্টি’ নামের তারা একটি প্রকল্প এনেছে। সেই প্রকল্পের অংশ হিসেবে, দেশের বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে এক বার করে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে গাঁজা বিলি করা হবে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তাঁরা সন্দেহ করছেন যে ব্যাগগুলো একটি ‘বিপজ্জনক ড্রাগ’ দিয়ে ভরা হয়েছে এবং কর্মকর্তারা কয়েক ডজন ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। পুলিশের সরবরাহ করা ছবিতে ছোট ব্যাগগুলোর ভেতরে গাঁজা দেখা যাচ্ছে। বর্তমানে ইসরায়েলে গাঁজা ওষুধ হিসেবে ব্যবহারের অনুমতি রয়েছে। তবে দেশটিতে গাঁজার বিনোদনমূলক ব্যবহার অবৈধ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন