দু’দিনের বৃষ্টিতে সিলেটের নিচু এলাকা প্লাবিত

আবুল কাশেম রুমন,সিলেট:  

দু’দিনের বৃষ্টিতে সিলেটের নিচু এলাকা প্লাবিত হচ্ছে। দিন রাত টানা বৃষ্টি হওয়াতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের সুরমা, কুশিয়ারা, সারী ও সুনামগঞ্জে তাহিরপুরে যাদুকাটা নদী ভরে গিয়ে নিম্না অঞ্চল প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যা ৭ টা পর্যন্ত সুনামগঞ্জের যাদুকাটা নদীর পানি ৫৬ সেন্টিমিটার এবং গোয়াইনঘাটের সারি নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যাদুকাটা নদীর পানি বাড়ার ফলে তাহিরপুর উপজেলার বেশ কিছু সড়ক তলিয়ে গেছে।
এ দিকে জুন মাসের ২৯ দিনে সিলেট স্টেশনে ৬২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সুনামগঞ্জে ৭৫৭ মিলিমিটার, শেওলা পয়েন্টে ৫৩৪ সেন্টিমিটার, কানাইঘাটে ৬৪৮ এবং হবিগঞ্জ স্টেশনে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ডের বণ্যার পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের প্রধান সুরমা ও কুশিয়ারার পানি যে পরিমান বাড়তে শুরু করেছে তাতে আশ পাশের নিম্ন এলাকা বন্যায় প্লাবিত হতে পারে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন