মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মহামারী কোভিভ- ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত।
আজ ২৯ জুন, ২০২১ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ১৮৫জন ব্যক্তিকে মোট ১,৪৩,৭৫০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ, মৌলভীবাজার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন