করোনা শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত

  জিবিনিউজ 24 ডেস্ক //

বিশ্বে একদিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে প্রায় সাড়ে ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটিতে ৮৬ হাজার ৪৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যা বিশ্বের যেকোনো দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৪০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় ৬৯ হাজার ৫৬১ জনের প্রাণহানি ঘটেছে। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন।

 

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৫ হাজার ৯৬৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৬৮৭ জন, কর্ণাটকে ৬ হাজার ১৭০ জন এবং দিল্লিতে ৪ হাজার ৫১৩ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন