কোনো প্রতিভা ছিলো না রবি শাস্ত্রীর: কপিল দেব

 জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তিনি। সেই কপিল দেবের মতে রবি শাস্ত্রীর কোনো প্রতিভা ছিলো না। তবুও এতো বছর ভারতের হয়ে ক্রিকেট খেলার জন্য প্রশংসা করেছেন কপিল।

একটি বই উদ্বোধন করতে এসে কপিল বলেন, শাস্ত্রী এমন একজন ক্রিকেটার যার কোনো প্রতিভা ছিলো না। কিন্তু ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছে। এটা প্রশংসনীয়। মাঠে চমৎকার ঘটানোর ক্ষমতা ছিলো ওর। দুই ধরনের ক্রিকেটার আছে। কেউ হয় প্রচণ্ড প্রতিভাবান অথচ নিজেকে মেলে ধরতে পারে না। কেউ কেউ প্রতিভা নিয়ে আসে না, অথচ বহুদিন ধরে খেলে যায়।

 

ভারতীয় প্রশিক্ষক এখন বিরাট কোহলিদের সঙ্গে ইংল্যান্ডে। কপিল বলেন, শাস্ত্রীর মধ্যে ভালো কিছু করার জেদ ছিলো। দলের সম্পদ ছিলো ও। আমরা বলতাম ও যদি ৩০ ওভার খেলে ১০ রান করে, তাতেও কোনো ক্ষতি নেই। ৩০ ওভার খেলাই বিশাল ব্যাপার। বল পুরোনো হয়ে গেলে তখন রান করাও সহজ হয়ে যায়।

১৯৮৩ সালের বিশ্বকাপে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তরুণ শাস্ত্রী। তবে ১৯৮৫ সালের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে জিতিয়েছিলেন শাস্ত্রীই। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি।

কপিল বলেন, আমি শাস্ত্রীকেও বলেছি যে ওর কোনো প্রতিভা নেই। সেই জন্যই আমি ওর প্রশংসা করি। খুব ভালো অ্যাথলিটও নয় ও। আরেকজন হচ্ছে অনিল কুম্বলে। ও অ্যাথলিট ছিলো না, কিন্তু কী অসাধারণ পারফরমান্স। ওর থেকে ভালো কেউ নেই।

ভারতের হয়ে ৮০টি টেস্ট খেলেছেন শাস্ত্রী। করেছেন ৩৮৩০ রান এবং নিয়েছেন ১৫১টি উইকেট। একদিনের ক্রিকেটে ১৫০টি ম্যাচ খেলে করেছেন ৩১০৮ রান এবং নিয়েছেন ১২৯টি উইকেট। অলরাউন্ডার শাস্ত্রী বেশ কিছু ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন