উনি ভুলে গেছেন আমি আইনমন্ত্রী: রুমিনকে আনিসুল

 জিবিনিউজ 24 ডেস্ক //

বাজেট পাসের প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয় নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ‘ভুল’ ধরিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রুমিন ফারহানাকে ‘ধান ভানতে শিবের গীত‘ না গাইতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী।

বুধবার (৩০ জুন) সংসদে আইন মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার জবাবে আইনমন্ত্রী এ আহ্বান জানান।

 

বুধবার সংসদে বাজেট পাসের সময় মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৫৯টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে তিনটি মন্ত্রণালয়/বিভাগ নিয়ে আলোচনা হয়। এগুলো হলো আইন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগ। জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবেরও পর তাদের বক্তব্য দেন। আলোচিত বিষয়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণায়ের দুটি বিভাগের কোনটিই ছিল না। তবে, আইন মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে বিএনপির রুমিন ফারহানা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ইস্যুগুলো নিয়ে বক্তব্য রাখেন।

রুমিন নারায়ণগঞ্জে ৩ জন গুম হওয়ার প্রসঙ্গটি টেনে আলোচনার সূত্রপাত ঘটান। এরপর তিনি গুম হলে থানায় অভিযোগ না নেওয়া, বিচার-বহির্ভূত হত্যা, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়, পুলিশি হেফাজতে হত্যা, গুম-খুন হত্যা নিয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রুমিনকে প্রথমে তিন মিনিট ও পরে এক মিনিট বাড়িয়ে দেওয়া হয়। এর পুরো সময়টা তিনি এসব বিষয়ের অবতারণা করেন। অবশ্য বক্তব্যের একেবারে শেষ পর্যায় তিনি দাবি করেন, দেশে আইনের শাসন ও সুশাসন না থাকার কারণেই এসব ঘটনা ঘটছে।

পরে আইনমন্ত্রী রুমিন ফারহানার এই বক্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানা মনে হয় একটু ভুলে গেছেন যে আমি আইনমন্ত্রী। এখানে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে আলাপ হচ্ছে। উনি যা যা বলেছেন সবকিছু কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। উনি আমার ওপর চাপিয়ে দিয়েছেন। মানে হচ্ছে বক্তৃতা দেওয়ার একটা সুযোগ পেয়েছেন। ওই কথাগুলো বলেছেন। কথা হচ্ছে ওটা আইনমন্ত্রীর কাজ নয়। এটা নিয়ে কথা বলতে হলে আরও ব্যাখ্যা করতে হবে। গুরুত্বপূর্ণ কাজ চলছে, কাজেই বিস্তারিত বলতে চাই না। তবে, উনাকে বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে এসব বিষয় নিয়ে আলোচনা করবেন, বলবেন। ধান ভানতে শিবের গীত গাইবেন না।

আইনমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় টেলিভিশনে লাইভে রুমিনকে সামনে পেছনে মাথা নাড়তে দেখা গেছে।

পরে রুমিন ফারহানা শিক্ষা মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে বলেন, বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও এ বিষয়ে জাতিসংঘে হাজির হয়ে জবাব দিয়েছিলেন আইনমন্ত্রী। তিনি ওই দলের নেতা ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন