বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত

gbn

  জিবিনিউজ 24 ডেস্ক //

সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তিনিই প্রথম সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এর দাবি তুলেছিলেন। তার মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে।

সম্প্রতি মুম্বাই টুইট নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে বলিউডের কুইন। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেই বিপাকে পড়েছেন কঙ্গনা। এমনকী শিবসেনা নেতা সঞ্জয় রাউতও তাকে মুম্বাইয়ে না ফেরার হুমকি দিয়েছেন। এবার তার উত্তরেই ফের টুইটে ফুঁসে উঠেছেন কঙ্গনা।

 

টুইটে কঙ্গনা জানিয়েছেন, মুম্বাইয়ে আসছি, কারোর বাপের সাহস থাকলে আটকে দেখাক।

চলতি মাসের ৯ সেপ্টেম্বরই মুম্বাইয়ে আসছেন কঙ্গনা। তিনি আরো জানিয়েছেন, মুম্বাই এয়ারপোর্টে যাওয়ার সময়ও জানিয়ে দেব, কেউ যদি এমন থাকে আমার আসা আটকে দেখাক।

একাধিক বিতর্কে জড়িয়ে গেছে কঙ্গনার নাম। সুশান্তের মৃত্যুর পর থেকেই তাবড় তাবড় প্রভাবশালীদের একহাত নিয়েছেন অভিনেত্রী।

তারপর থেকেই নান ধরনের হুমকি পাচ্ছেন অভিনেত্রী। তিনি নিজেও জানিয়েছিলেন মুম্বাই শহরে তিনি সুরক্ষিত মনে করছেন না। দুস্কৃতীদের থেকে পুলিশকে তিনি বেশি ভয় পাচ্ছেন। সুরক্ষা চাইলে তিনি মুম্বাই পুলিশ নয়, বরং হিমাচল প্রদেশ সরকারের কাছেই তিনি চাইবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন