করোনার বিস্তার ঠেকাতে সমন্বয় সেল গঠন

 জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সেল গঠন করেছে। ১ থেকে ৭ জুলাই পর্যন্ত যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার, তা মানাতে এই সমন্বয় সেল গঠন করা হয়েছে। এতে জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোমেনা খাতুন, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি।

 

এই সমন্বয় সেলের কাজ হলো করোনা বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো এবং মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করা। সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন