মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ আজ ০১ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনে মৌলভীবাজারে কঠোর অবস্থানে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার এর সমন্বয়ে মৌলভীবাজার শহরে সকাল ৯ঃ৩০ - ১১ঃ৩০ পর্যন্ত যৌথ টহল পরিচালিত হয়।
পরবর্তীতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সদয় অনুমতি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রুমানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার কতৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টে ১৬৭ ব্যক্তিকে ৮৯,৯০০/- টাকা অর্থদন্ড দন্ডিত করেন।
এছাড়া মৌলভীবাজার জেলা এবং উপজেলার সকল মসজিদে মাইকিং করে জনগণকে অতিজরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে উদ্ধুদ্ধ করা হয়। কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন মৌলভীবাজার বদ্ধপরিকর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন