মৌলভীবাজারে একদিনে ৫২ জন করোনায় আক্রান্ত 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 

মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার। আক্রান্তের হার বেড়ে মৌলভীবাজারে এবার একদিনেই করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২ জন।

২ জুলাই শুক্রবার মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা  যায়, সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১৩০টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ শতাংশ। 
গতকাল এই শনাক্তের হার ছিলো ৩৪ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩০৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৮৫ জন। 

নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ৯ জন, বড়লেখার ৩ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ২ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৬ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শুন্য।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব মাঠে রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।  বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।

এছাড়া প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।  বিধিনিষেধ মানতে বাধ্য করতে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট গন। এর পাশাপাশি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনায় সারা জেলায় পুলিশ, র্যাব , আনসার ভিডিপির সদস্যরা। মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে সকল কাউন্সিলরদের নিয়ে সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন