জিবিনিউজ 24 ডেস্ক //
গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটি জানিয়েছে, গাজার একটি অস্ত্র উৎপাদনকারী কারখানায় শুক্রবার বিমান থেকে গোলা ফেলা হয়েছে।
গত মে মাসে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর অন্তত তিন দফা গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামাস জানিয়েছে, একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে ইসরাইল জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে বেলুন হামলা চালানোর জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। তবে গাজার কোন সংগঠন এ হামলা করেছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
যদিও ইসরাইল এ জন্য হামাসকেই দায়ী করেছে।
মে মাসের যুদ্ধবিরতির পর গত জুনে দুইবার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তখনও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হামাসের বেলুন বোমা নিক্ষেপের জবাবে হামলা চালিয়েছে তারা।
নানা ধরনের চাপের মুখে গত ২১ মে শেষ পর্যন্ত মিশরের মধ্যস্ততায় গাজায় বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
যদিও এরই মধ্যে ইসরায়েলে পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর পদ। কিন্তু থেমে নেই ফিলিস্তিনিদের ওপর বর্বরতা। সুতরাং প্রধানমন্ত্রীত্বের বদল হলেও বদলায়নি ইসরায়েলি নীতি।
গত ১০ থেকে ২১ মে পর্যন্ত টানা ১১ দিনের সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন