জিবিনিউজ 24 ডেস্ক //
ইংল্যান্ডের ডোভারে অভিবাসী বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০জনকে আটক করে পুলিশ।
সাম্প্রতিক সময়ে ফ্রান্স থেকে সাগর পথে ছোট ছোট নৌকায় করে ডোভার হয়ে শত শত শরণার্থী ব্রিটেনে প্রবেশ করছে। এই সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইমিগ্রেশন বিরোধী ডানপন্থী শতাদিক বিক্ষোভকারী শনিবার বিক্ষোভ দেখায়। তারা এ ২০ ব্লক করে দেয়। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।
এদিকে এন্টি রেসিজম নেটওয়ার্ক এর সদস্যরা বলেছেন, তারা শরণার্থীদের সংহতি দেখাতে চেয়েছিলেন যখন বিরোধী গ্রুপ ব্রিটেনের সীমান্ত রক্ষা করতে চায়।
সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং লেন ডোবার হয়ে ইমিগ্রেন্টরা ফ্রান্স হয়ে নৌকায় করে ব্রিটেনে প্রবেশ করছে এবং এসাইলাম আবেদন করছে। ফ্রান্স হয়ে শরণার্থীদের ব্রিটেনে প্রবেশের চেস্টায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকেও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন