বৃটেনে এক সপ্তাহে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বেড়েছে ৪৬ শতাংশ

জিবিনিউজ 24 ডেস্ক //

এক সপ্তাহে বৃটেনে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন, আরো সংক্রমণশীল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টও শীগগিরই বৃটেনে আঘাত হানতে পারে। পাবলিক হেলথ ইংল্যান্ড বা পিএইচই’র সর্বশেষ রিপোর্ট বলছে, গত এক সপ্তাহে দেশটিতে ৫০ হাজার ৮২৪ জনের মধ্যে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরফলে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার জনে। এরমধ্যে ইংল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার, স্কটল্যান্ডে ১০ হাজার ১৮৫, ওয়েলসে ১ হাজার ৭৪৯ এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ১ হাজার ৫০৯ জন।

স্কাই নিউজের খবরে বলা হয়েছে, গত এক মাসে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪ গুন বৃদ্ধি পেয়েছে। গত ৯ জুন মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৪২ হাজার ৩২৩ জন। বৃটেনে যত মানুষের কোভিড শনাক্ত হচ্ছে তার মধ্যে ৯৫ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট।

এখন পর্যন্ত ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মাত্র ৪২টি কেস শনাক্ত করা গেছে। ধারণা করা হচ্ছে, এই ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও বেশি সংক্রমনশীল।

এক ইউটিউব ভিডিওতে প্রফেসর টিম স্পেক্টর বলেন, আমরা এই নতুন ভ্যারিয়েন্টটিকে পর্যবেক্ষণ করছি। আশঙ্কা করা হচ্ছে, শীগগিরই এই ভ্যারিয়েন্ট কঠিন আঘাত হানবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন