মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাইরে থাকা এবং দোকানপাট খোলা রাখার অপরাধে ৯০ জনকে আটক এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০/- টাকা অর্থদন্ড করা হয়েছে ।
আজ ০২ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। সকাল থেকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার জেলার সকল উপজেলায় লকডাউন কার্যকরে মাঠে কাজ করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন