মোস্তফাপুর ইউনিয়নবাসীকে সচেতন থাকার আহবান জানিয়েছেন আলহাজ্ব এম এ রহিম

মোফাদ আহমেদ জিবি নিউজ ।।

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন বাসীকে করোনাভাইরাসের আগ্রাসী রূপ ঠেকাতে কঠোর লকডাউনে নিজেকে সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এম এ রহিম ।

মুঠোফোনে এম এ রহিম বলেন,প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে।আসুন আমরা সকলে ধৈর্যের সাথে এই সংকট মোকাবেলা করি। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত পরিস্কার করি, হাঁচি, কাশির সময় মুখ ঢেকে রাখি, নিজ নিজ বাড়িতে অবস্থান করি।

আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এই সংকট থেকে উত্তরনের পথ সহজ করবে। আমরা অবশ্যই এই সংক্রমণ থেকে মুক্ত হবো ইনশাল্লাহ।

আসুন আমরা সকলে সচেতন হই ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখি। নিজেরা সুরক্ষিত থাকি, পরিবার পরিজন ও প্রতিবেশীদের সুরক্ষিত রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

তিনি আরও বলেন.গত বছর লকডাউনের সময় ভাইরাসের সময়ও নিজের জীবনের তুয়াক্কা না করে নিজেকে বিলিয়ে দিয়েছে মানবতার কল্যানে জনগণের সেবায়।

 নিজের কষ্টের অর্জিত অর্থ দিয়ে খাদ্য সামগ্রী ইউনিয়নের প্রত্যকটি গ্রামের কর্মহীন, দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দুঃস্থ মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছি ।

এবারও দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ ।
 

প্রসঙ্গত, কোভিড ১৯ সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে এক সপ্তাহ কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন