হিল পরে মহড়া ইউক্রেনের মহিলা সেনার, তুঙ্গে বিতর্ক

 জিবিনিউজ 24 ডেস্ক //

কালো হিল জুতা পরে মহিলা সেনাদের পদযাত্রা। আর সেই মহড়ার ছবি প্রকাশ পেতেই ইউক্রেনের নিন্দায় সরব হল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক কিয়েভে সেনাবাহিনীর মহড়ার এমনই একটি ছবি প্রকাশ্যে আনে।

তাতে দেখা যায়, সেনার পোশাক পরা মহিলারা সেনার বুট না পরে হিল জুতা পরে মার্চ করছেন। এমন জুতো পরায় অনভ‌্যস্ত হওয়ায় স্বভাবতই তাদের খুব ক্লান্তও দেখাচ্ছিলো। আর এই নিয়েই দেখা দিয়েছে তীব্র বিতর্ক।

 

মহিলাদের এমন উঁচু জুতা পরিয়ে মার্চ করতে বাধ্য করার জন্য সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে ইউক্রেন কর্তৃপক্ষকে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন মানসিকতাকে ‘মধ্যযুগীয় মানসিকতা’ বলে কটাক্ষ করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ভিটালি পোর্টিনোকভ।

ফেসবুকে তিনি লেখেন, হিল পরে কুচকাওয়াজ করা সত্যই অসম্মানের। এভাবে মহিলাদের সেনাবিভাগে আলাদা করে দেখা হচ্ছে।

মারিয়া শারপানোভা নামে আর এক ধারাভাষ্যকার এই ঘটনা প্রসঙ্গে বলেন, সেনাবাহিনীতে মহিলাদের লিঙ্গ বৈষম্যের শিকার করা হচ্ছে। যৌনতা ও স্ত্রী-বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন