জিবিনিউজ 24 ডেস্ক //
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৪ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে ওয়ারী থানায়, বাড্ডা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ ইয়াসিন গাজীকে উত্তরা পশ্চিম থানায়, উত্তরা পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী আবুল কালামকে ক্যান্টনমেন্ট থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও শ্যামপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু আনছারকে শাহবাগ থানায়, ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ কাজী সাহান হককে ডিবির ওয়ারী বিভাগে এবং রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুল হক ভুঞাকে শ্যামপুর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শকে (তদন্ত) বদলি করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন