মৌলভীবাজারে লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে জেলা পুলিশ প্রশাসন 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় কঠোর লকডাউনের চতুর্থ দিনেও তৎপর মৌলভীবাজার জেলা পুলিশ। 

রোববার (৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নেতৃত্বে মাঠে নামেন জেলা পুলিশের কর্মকর্তাগণ। 

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয় লকডাউন বাস্তবায়নে সরকার ঘোষিত বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতে তৎপরতা নিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় পুলিশের সকল কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয় উনার বক্তব্যে বলেন আমরা সবকিছুই পর্যবেক্ষণ করছি ও লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা পালনে মাঠে রয়েছি৷ শহর জুড়ে ট্রহল জোরদার রয়েছে মৌলভীবাজার জেলা পুলিশের। যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আমরা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন