মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এটি মৌলভীবাজারে একদিনে করোনয় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া আজ মৃত্যুবরণ করেছেন আরও একজন।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে। সোমবার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন।
নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ১৭ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শুন্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন