শ্রীমঙ্গল প্রতিনিধি ||
সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তিকে ব্লাকমেইল করে অর্থ দাবী করার একটি অডিও রেকর্ড শ্রীমঙ্গল উপজেলাজুড়ে তোলপার শুরু হয়েছে।
জানা গেছে, পঙ্কজ কুমার নাগ নামে এক ব্যক্তি একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয়ে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করে আসছিল। টাকা না দিলে ভুক্তভোগীর নামে সংবাদ প্রকাশ করে সমাজে হেয় করার হুমকি দিতো।
এই কায়দায় শহরের এক ব্যক্তিকে ফোন করে তার নামে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে ১ হাজার টাকা দাবী করার ১ মিনিট ২৫ সেকেন্ড এর অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়। এতে পঙ্কজ কুমার নাগকে এক ভুক্তভোগীকে জানায়- তার নামে অফিসে নিউজ চলে গেছে। নিউজ প্রকাশ হলে শহরে তার বদনাম রটে যাবে। নিউজ আটকাতে অফিসে টাকা দিতে হবে, নিজেরও লাগবে। সে স্থানীয় লোক, নাম কাটাতে পারবে। অডিও র পরের অংশে ভুক্তভোগীকে উত্তেজিত হয়ে পঙ্কজ কুমার নাগকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। ওই ভুক্তভোগী ব্যক্তি নিজেকে ‘মাই মালের ( মৎস্যজীবী) পোলা পরিচয় দিয়ে পঙ্কজ কুমার নাগকে সাংবাদিকতা শিখিয়ে দেয়ার ও আইনের আশ্রয় নেয়ার হুমকি দেয়। এসময় পঙ্কজ কুমার নাগ কোন উপায় না দেখে নমনীয় ভাবে লোকটিকে বোঝাতে থাকে ১ হাজার টাকা দিলে সংবাদ থেকে তার নাম বাদ দেয়া হবে।
রোববার দুপুরে অডিও ক্লিপটি শ্রীমঙ্গল ও জেলার অনেক সংবাদকর্মীদের কাছে পৌঁছে যায়। কিন্ত তা জন সম্মুখে আসে সন্ধ্যার দিকে। অবাক করার বিষয় এটি প্রথম প্রকাশ হয় মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে। সে সময় পর্যন্ত স্থানীয় সাংবাদিকরা নিজেদের ডিভাইসে কেবল আদান – প্রদানে সীমাবদ্ধ থাকে। সন্ধ্যার পর অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সব মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশেষ করে নির্ভিক গণমাধ্যম কর্মীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পরেন। নিজেদের আত্মসম্মান রক্ষায় অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ায় জানায়। কেউ কপউ পঙ্কজ কুমার নাগকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন