সুনামগঞ্জে বালি খেকোদের হামলায় ৬ পুলিশ আহত: মালামাল লুটপাট

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বালি খেকোদের হামলায় ৬ নৌ-পুলিশ আহত হয়েছে। এছাড়াও হামলাকারীরা পুলিশ সদস্যদের সাথে থাকা মালামাল লটুপাট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন- জেলার ছাতক উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর আলম, এসআই হাবিবুর রহমান, এএসআই সবুজ হোসেন, কন্সটেবল সাব্বির আহমদ, মোঃ শাজাহান, সৈকত কুমার দেব। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনার প্রেক্ষিতে আজ সোমবার (৫ জুলাই) দুপুরে নৌ-পুলিশের সিলেট অ লের পুলিশ সুপার শম্পা ইয়াসমিন ঘটনাস্থল, পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন- এই হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীরা যত প্রভাবশালী হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (৪ জুলাই) বিকেলে চেলা নদী সংলগ্ন ছাতক বন বিভাগের জায়গা থেকে এলাকার প্রভাবশালী বালি খেকোরা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছিল। এখবর পেয়ে নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে বালি খেকোরা পালিয়ে যায়। পরে নৌ-পুলিশ সদস্যরা ইঞ্জিনের নৌকা দিয়ে পুরো এলাকা পরিদর্শন করে রাত ৮টায় ক্যাম্পের ফিরছিল। এসময় লাটি-সুটা নিয়ে বালি খেকোরা হামলা চালিয়ে ৬ নৌ-পুলিশ সদস্যকে আহত করে তাদের নৌকায় থাকা বিভিন্ন মামলার নথিপত্র, ৩টি হ্যান্ডকাফ ও ৮টি মোবাইল লট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন এসে নৌ-পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
ছাতক থানার ওসি নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন