জিবিনিউজ 24 ডেস্ক //
প্রতিবার ঈদেই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও এর ব্যতিক্রম হয়নি। বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে কার্ড পাঠিয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই কার্ড পৌঁছে দেন। বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা কার্ডটি গ্রহণ করেন।
এদিকে বিরোধীদলীয় নেতার পাশাপাশি সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকেও ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। জি এম কাদের নিজে এই কার্ড গ্রহণ করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন