জিবিনিউজ 24 ডেস্ক //
মাস্ক পরা থেকে সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, চলতি মাসেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে বরিস জনসন একথা জানান।
আগামী ১২ জুলাই সর্বশেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং ভ্রমণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বরিস জনসন আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, ভ্রমণ ও আইসোলেশনের মতো বিষয়গুলো শিগগিরই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।
তবে জনসমাগমে প্রধানমন্ত্রী বরিস জনসন মাস্ক পড়ে থাকবেন। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও শিষ্টাচারের অংশ হিসেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
জনসন বলেন, গণটিকা কার্যক্রমের সাফল্যেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আমরা মৃত্যুর হার অনেক কমিয়ে এনেছি। সুতরাং এখনই সামনে এগোনোর সময়।
এ বিষয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, স্বাভাবিক জীবনে ফেরার রূপরেখা তিনি মঙ্গলবার পার্লামেন্ট সদস্যদের কাছে তুলে ধরবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন