ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ECB) সহযোগিতায় শিশুদের জন্য প্রথমবারেরমতো একটি প্রজেক্ট চালু করেছে লন্ডন স্পোর্টিফ। অল স্টার এবংডায়নামো নামের এই প্রজেক্টে ইংলিশ, ক্যারাবিয়ান, ইন্ডিয়ান, শ্রীলংকান, বাংলাদেশী অরিজিন শিশুরা নাম রেজিস্ট্রি করেছেন। লন্ডনের ভিক্টোরিয়াপার্কে মঙ্গলবার এর উদ্ভোধন করেন টাওয়ার হ্যামলেটসের স্পিকারকাউন্সিলার আহবাব হোসেন। প্রজেক্ট কো অর্ডিনেটর ও ক্লাব ট্রেজারারআতিকুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন লন্ডনস্পোর্টিফের প্রেসিডন্ট ইব্রাহিম খলিল, সেক্রেটারী মুহিবুল আলম, বোর্ডডাইরেক্টর মুহি মিকদাদ , ফরহাদ হোসেন, ক্লাব মেম্বার আব্দুল্লাহ পাঠানী, ক্রিকেট ক্যাপ্টেন আবুল হায়াত বাপ্পীসহ আরো অনেকে।
সপ্তাহে একদিন করে মোট ৮ সপ্তাহ চলবে এই শিশুদের এই প্রজেক্ট। মাত্র ৩ বছরের ব্যবধানে বাংলাদেশীদের দ্বারা পরিচালিতএকটি ক্লাবের প্রতি ব্রিটিশ মূলধারায় গ্রহনযোগ্যতা অর্জন করা আমাদের জন্য এক বিশাল সাফল্য বলে জানান ক্লাবকর্মকর্তারা।
এ জন্য ক্লাবের সকল খেলোয়ার, কর্মকর্তা এবং সর্বাপরি কমিউনিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাবপ্রেসিডন্ট ইব্রাহিম খলিল।
উল্লেখ্য লন্ডন স্পোর্টিফ ফুটবল ক্লাব এফএ কাপ, ইনার লন্ডন ফুটবল লীগ এবং ক্রিকেট ক্লাব মিডলসেক্স ক্রিকেট লীগ, এলসিএলসহ ৫ টিম এবং বেডমিন্টন ইংল্যান্ডের সহযোগিতায় নিয়মিত চলছে ক্লাবের বেডমিন্টন প্রজেক্ট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন