মৌলভীবাজারে করোনায় আরও ৫৪ জন আক্রান্ত-  মৃত্যু হয়েছে একজনের 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ  মৌলভীবাজারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। একইভাবে বেড়ে চলেছে  সংক্রমণের হারও। গত একদিনে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৫৪ জন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষায় এই ৫৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৭ দশমিক ৪ শতাংশ। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৪৯ শতাংশ। সেই তুলনায় একদিনের ব্যবধানে কিছুটা হলেও কমেছে সংক্রমণের হার।  

জেলায় এ পর্যন্ত মোট ৩৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৮১ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন। 

শনিবার (১০ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। 

নতুন আক্রান্ত ৫৪ রোগীর মধ্যে রাজনগরের ৫ জন, কুলাউড়ার ২০ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২২ জন। 

মৌলভীবাজারে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন জেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গত বুধবার (৭ জুলাই) জেলাটিতে ৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একদিনে দৈনিক শনাক্তের এতো সংখ্যা এর আগে দেখেনি মৌলভীবাজার।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, চলতি মাসের প্রথম সপ্তাহে (১ জুলাই থেকে ৭ জুলাই) জেলায় ৩৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় তিনজন করোনা রোগীর মৃত্যুও হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ১০৮ জন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন