মুম্বইকে ‘রক্তপিপাসু’ বললেন কঙ্গনা

gbn

  জিবিনিউজ 24 ডেস্ক //

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর সরব কঙ্গনা রানাউত। স্বজনপ্রীতির বিতর্কওতুঙ্গে। হালে যোগ হয়েছে মুভি মাফিয়া, মাদকচক্র প্রসঙ্গও। তারকাকুল তো বটেই, প্রশাসনকেও একহাত নিতে ছাড়েন না বলিউড ‘কুইন’ কঙ্গনা। মুম্বই পুলিশের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ তার। সেই তর্ক আছড়ে পড়েছে অন্তর্জালপাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও থেমে নেই। তোপ দাগছেন কঙ্গনার বিরুদ্ধে।

চলছে বাক্যবাণ, পাল্টা আক্রমণ। বেশ কিছু টুইটে কঙ্গনা বলেছেন, মুম্বইয়ে আর নিরাপত্তাবোধ করছেন না। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে সরাসরি ‘তালিবান’ বলে আখ্যা দিয়েছেন। তাই কঙ্গনার বিরুদ্ধে একজোট হয়েছেন অনেকেই। অন্তর্জালে তো বটেই, এবার প্রকাশ্যে রাজপথে। তাই রাজপথে বেশ কজন নারী বিশাল পোস্টারের মাঝে থাকা কঙ্গনার ছবিতে আক্ষরিক অর্থেই জুতাপেটা করেছেন।

 

সেই ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। সেটা নজরে এসেছে অভিনেত্রীরও। পাল্টা টুইট করতে ছাড়েননি কঙ্গনা। ভিডিও দেখিয়ে বলেছেন, সুশান্ত ও সাধুর মৃত্যুর পর প্রশাসন নিয়ে মত প্রকাশের জেরে তার পোস্টারে জুতাপেটা করা হচ্ছে। তার ‘মনে হচ্ছে, মুম্বই রক্তপিপাসু হয়ে উঠেছে। অবশ্য এর সঙ্গে একটি হাসির ইমোজিও যুক্ত করেছেন।

কদিন আগে কঙ্গনা জানিয়েছিলেন, মানালি থেকে ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে ফিরবেন। মুম্বইয়ে ফিরে যেসব লোক তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তা মোকাবিলা করবেন। সে দিন তো আর দূরে নেই, দেখা যাক কী ঝড় তোলেন ‘মণিকর্নিকা’র ‘ঝাঁসির রানি’!

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন