পূর্ব লণ্ডন ১০ই জুলাই ||
সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সাবেক প্রভাষক ,বিশিষ্ট শিক্ষক জনাব মুক্তাদির চৌধুরী (৩৮) এক কালো গুণ্ডার হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন।
এ ঘটনাটি ঘটে আজ বিকাল সাড়ে ১২টায় পূর্ব লণ্ডনের টাওয়ার হ্যামলেটসের লাইম হাউস স্টেশনের নিকটে বুচারস রো রোডে।
জানা যায় - মুক্তাদির চৌধুরী শেডওয়েল এলাকার ক্যাভেল স্ট্রিটের সাইকেল লেইন দিয়ে সাইকেল চড়ে যাচ্ছিলেন ।তাঁর পেছনে সাইকেল চালাচ্ছিল কালো এক যুবক ।তিনি বুচার রোতে আসার পর কালো যুবকটি মুক্তাদির চৌধুরীর গতি রোধ করে এবং সাইকেল থেকে নেমে বিনা উস্কানিতে কিল ঘুষি মারতে থাকে ।ক্রমাগত হামলায় মুক্তাদির চৌধুরীর ঠোঁট ও গণ্ডদেশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয় ।তিনি মাটিতে পড়ে যান ।পরে সাদা পথচারীরা তাঁর সাহায্যে এগিয়ে আসে এবং কালো যুবককে আটক করতে সক্ষম হয় ।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কালো গুণ্ডাকে গ্রেফতার করে ।মুক্তাদির চৌধুরীকে এম্বুলেন্সে রয়েল লণ্ডন হাসপাতালে আনা হয় ।প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ভ্যালেন্স রোডের বাসায় ফিরেছেন ।
এ প্রতিনিধি সাথে সাক্ষাৎকালে মুক্তাদির চৌধুরী বলেন যে- তিনি হেইট ক্রাইমের শিকার হয়েছেন ।তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন ।
Source | Kalam Choudhury
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন