মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির ইন্তেকাল করেছেন।
১১জুলাই রাত অনুমান ২ ঘটিকার সময় পৌর এলাকার ২নং ওয়ার্ড সোনাপুররস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন।
বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মছব্বিরের জানাযার নামাজ আজ দুপুর ২টার সময় হযরত সৈয়দ শাহ মোস্তফা রঃ দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির (এরশাদ চেয়ারম্যান) সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের এর মিরপুর গ্রামের বাসিন্দা ও তিনি ৫নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের কয়েক বারের নির্বাচিত চেয়ারম্যান ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন থেকে শয্যাশায়ী ছিলেন অদ্য রাতে ইন্তেকাল করেন। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন