নিখোঁজের ৩৫ দিনের মাথায় ১২ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

মোফাদ আহমেদঃ


নিখোঁজের ৩৫ দিনের মাথায় ১২ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ জুলাই) রাতে বালাগঞ্জ থানাধীন এলাকা থেকে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির পরিবার তাকে বকাবকি করে। এই জন্য পরিবারের লোকজনের ওপর বিরক্ত হয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। এর আগে গত (০৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ওই কিশোরী মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর বাজারের নতুনবস্তি এলাকার নিজ বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এ সম্পর্কে জানতে চাইলে ইনচার্জ ইফতেখার ইসলাম বলেন, ‘গত ০৭ জুন বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েটি নিখোঁজ হওয়ার পর তার মা মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ মেয়েটি উদ্ধারের কাজ শুরু করে। বিভিন্ন জাগায় অভিযান ও পাশাপাশি ফেসবুকে প্রচারণা চালিয়ে আমরা জানতে পারি মেয়েটি বালাগঞ্জ থানাধীন এলাকায় অবস্থান করেছে। 

পরবর্তীতে ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল ও সঙ্গীয় একদল পুলিশ নিয়ে ঐ এলাকার জাফর মিয়া  নামে এক ব্যক্তির ঘর থেকে আমরা মেয়েটিকে উদ্ধার করি।’

তিনি আরও বলেন, উদ্ধারের পর মেয়েটি আমাদের জানিয়েছে- মেয়েটির পরিবারের লোকজন তাকে বকাবকি করে। পরে বাসার লোকজনের ওপর বিরক্ত হয়ে সে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে যায়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন