জিবিনিউজ 24 ডেস্ক //
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে দুই সপ্তাহ এর কম সময় বাকি। অনেক ধাক্কা কাটিয়ে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর। তবে এখনো পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে রোববার (৬ সেপ্টেম্বর) ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
করোনাভাইরাসের সংক্রমনের মধ্যেই আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের তেরোতম আসর। অর্থাৎ আইপিএল শুরু হতে আর বাকি মাত্র দুই সপ্তাহ। অন্যবার টুর্নামেন্ট শুরুর অনেক আগেই সূচি ঘোষণা হয়ে যায়।
কিন্তু করোনা সব কিছুই বদলে দিয়েছে। ভারত থেকে টুর্নামেন্ট সরে গেছে আরব আমিরাতে। কোভিড-১৯ বিধি মেনেই চলছে আয়োজন এবং প্রস্তুতি। এ কারণে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন, এবার সূচি প্রকাশ করতে সময় নেওয়া হচ্ছে। ম্যাচের মধ্যে যাতে পর্যাপ্ত ব্যবধান রাখা যায়, সেটা দেখতে হবে।
সমর্থকদের মতো আইপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোও অনেকদিন ধরেই সূচি প্রকাশ করার আর্জি জানিয়ে আসছিল। না হয় তারাও অনিশ্চয়তায় ভুগছে।
জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী রোহিত বনাম ধোনি দ্বৈরথ দিয়েই শুরু হবে এবারের আইপিএল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। ইতিমধ্যেই করোনা আতঙ্ক কাটিয়ে চেন্নাই নেমে পড়েছে অনুশীলনে। নেটে পুরোদমে ব্যাটিং করছেন আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলিও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন