মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান।
মঙ্গলবার (১৩জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা এর সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এডভোকেট জসিম উদ্দিন আহমেদের একান্ত প্রচেষ্টায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা ও মৌলভীবাজার জেলা সমিতি এর সৌজন্যে মৌলভীবাজার সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মুর্শেদের নিকট অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মজলুর রহমান, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার জেলা সমিতির ড. আহাদ আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সাল জামান ও দি রয়েল প্রাঃ হসপিটাল এর ম্যানেজিং ডিরেক্টর এড. ফাহাদ এ আলম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন