বিশ্বসেরা ১০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মেরিনা

  জিবিনিউজ 24 ডেস্ক //

ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ দশে স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম। দশ জনের মধ্যে তৃতীয় স্থানে আছে তার নাম। ২ সেপ্টেম্বর প্রসপেক্টে জানায়, ভোটাভুটির মাধ্যমে ৫০ জন থেকে শীর্ষ ১০ জনকে নির্বাচিত করা হয়েছে। এ তালিকায় প্রথম স্থানে আছেন ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

গত ১৪ জুলাই ৫০ জন সেরা চিন্তাবিদের তালিকা প্রকাশ করে ব্রিটিশ সাময়িকীটি। সেখান থেকে শীর্ষ ১০ জনকে বাছাই করতে ২০ হাজার ভোট গ্রহণ করা হয়। যেখানে শৈলজার পর জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

 

তালিকায় তাদের পরে তৃতীয় স্থান পান মেরিনা তাবাশ্যুম। প্রসপেক্টে তার সম্পর্কে বলা হয়, এক বাস্তব সমস্যার দিকে মনোনিবেশ করেছেন তিনি। আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সে উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা করেছেন।

ঢাকার দক্ষিণখানে শৈল্পিক নকশার মসজিদের জন্য ২০১৮ সালে স্থপতি হিসেবে জামিল প্রাইজ পান মেরিনা তাবাশ্যুম। এর আগে ২০১৬ সালে একই নকশার জন্য তিনি সম্মানজনক আগা খান পুরস্কার পান। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশাকৃত বায়তুর রউফ নামের মসজিদটি নির্মিত হয় ২০১২ সালে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখার জন্য শৈলজা এবং জেসিন্ডাকে নির্বাচিত করা হয়। করোনা সংক্রমণ রোধে ভারতের কেরালা মডেল বৈশ্বিক স্বীকৃতি পায়। কেরালার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শৈলজা করোনাভাইরাস থেকে রাজ্যটির মানুষের সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখেন। একইভাবে করোনা সংক্রমণ রোধে নিউজিল্যান্ডের সফলতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। যার নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

তালিকায় চতুর্থ স্থানে আছেন আফ্রিকান-আমেরিকান দার্শনিক কোরনেল ওয়েস্ট। বাকিরা হলেন ব্রাজিলের রাষ্ট্রবিজ্ঞানী ইলোনা জ্যাবো দে কার্ভালহো, ইতিহাসবিদ ওলিভেট ওটেলে, মার্কিন ভূগোলবিদ রুথ উইলসন গিলমোর, বেলজিয়ামের দার্শনিক ফিলিপ্পে ফন প্যারিস, নেদারল্যান্ডসের শিক্ষাবিদ মার্ক পোস্ট ও পোলিশ-ব্রিটিশ জীববিজ্ঞানী ম্যাগডালিনা জারনিকা গোয়েৎস।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন